‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ স্লোগানে বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা, বাংলা নাট্যের বরপুত্র, দ্বৈতাদ্বৈতবাদী দর্শন-প্রবক্তা নাট্যাচার্য সেলিম আল দীন এর প্রয়াণ দিবস আজ ১৪ জানুয়ারি রবিবার।
এ উপলক্ষে বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগের আয়োজনে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, প্রদীপ প্রজ্বলন, সেলিম আল দীন পাঠ ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ রবিবার (১৪ জানুয়ারি) বিকাল পাঁচটায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে (সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার) কর্মসূচিতে সকলের আন্তরিক উপস্থিতি কামনা করেছেন বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগ এর সমন্বয়কারী রজত কান্তি গুপ্ত।