দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে জনগণের উদ্দেশ্যে তিনি এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট শরীফ উদ্দিন স্যারসহ মুক্তিযোদ্ধা, প্রয়াত হবিগঞ্জের সকল নেতৃবৃন্দকে শ্রদ্ধাভরে স্মরণ, প্রিয় বানিয়াচং-আজমিরীগঞ্জবাসীকে সশ্রদ্ধ সালাম, আদাব, শুভেচ্ছা ও আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, ”যারা নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যারা আমাকে ভোট দেননি, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।”
তিনি বলেন, ‘৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বানিয়াচং-আজমিরীগঞ্জবাসী আমাকে হবিগঞ্জ-২ আসনে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে বিশাল ব্যবধানে বিজয়ী করে যে আস্থা ও মর্যাদা প্রদান করেছেন এর জন্য আমি কৃতজ্ঞ, অভিভূত। আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যিনি আমাকে আপনাদের কাছে প্রার্থী হিসেবে পাঠিয়েছিলেন, আপনারা আমার প্রার্থীতাকে অনুমোদন করে জননেত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দিয়েছেন, সম্মান জানিয়েছেন। এজন্য সর্বস্তরের মানুষের কাছে আমার হৃদয়জ কৃতজ্ঞতা।’
তিনি আরও বলেন, ‘আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সকল সম্মানিত নেতৃবৃন্দ ও কর্মী ভাইদের। আমি বানিয়াচং-আজমিরীগঞ্জের বিভিন্ন ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনসহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বানিয়াচং-আজমিরীগঞ্জের সম্মানিত প্রবাসী ভাইদের প্রতিও আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমার পক্ষে নির্বাচনী মাঠে কাজ করেছেন ও বানিয়াচং-আজমিরীগঞ্জের প্রবাসী ভাইয়েরা ও সমর্থন ও সহযোগিতা করেছেন। তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে ছুটে এসে যারা আমার প্রচার কাজে অংশ নিয়েছেন, আমাকে সাহস ও সমর্থন যুগিয়েছেন তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।’
প্রথমবারের মতো নির্বাচিত এ সংসদ সদস্য বলেন- ‘গুরুজনদের দোয়া, পরিবার-পরিজনের প্রেরণা, অগ্রজদের পরামর্শ ও সহকর্মীদের পরিশ্রম আমার বিজয়কে আরো সহজতর করেছে। পাশাপাশি নৌকার জয়ের জন্য আমার সাথে একাত্মভাবে নির্বাচনের মাঠে লড়ে যাওয়া স্নেহের অনুজদের প্রতি রইলো অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। তোমরাই হবে আমার নতুন বানিয়াচং-আজমিরীগঞ্জ বির্নিমাণের শক্তি ও সাহস। নির্বাচন চলে গেছে। আমাদেরকে এখন দলমত নির্বিশেষে সকলে মিলে আমাদের প্রাণপ্রিয় বানিয়াচং-আজমিরীগঞ্জকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে।’
বানিয়াচং-আজমিরীগঞ্জবাসীর পরিকল্পিত স্বপ্ন বাস্তবায়নে জনগণের পাশে থেকে সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চান তিনি।