তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী বলেছেন, ‘এখন পর্যন্ত খুবই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোন ঘটনার খবর আমাদের কাছে এখনও আসেনি। এখন পর্যন্ত কোন কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের কোন অভিযোগ পাইনি।’
রোববার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের উপরোক্ত কথাগুলো বলেন।
ভোটার উপস্থিতির ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ঠান্ডার দিন হয়তো দেরি করে শুরু হয়েছে। আস্তে আস্তে হয়তো আসবে, ভোটার উপস্থিতি বাড়বে আশা করছি।’
আরও পড়ুন >> কোন প্রতীকে ভোট দিলেন তৃণমূল বিএনপির শমসের মুবিন!
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে তিনি সাংবাদিকদের বলেন, ‘এই পরিবেশ যদি বিকাল পর্যন্ত বিরাজ করে তাহলে তো অবশ্য সুষ্ঠু-অবাধ নির্বাচন হতে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি।’
জয়ের ব্যাপারে তিনি বলেন, ‘সব প্রার্থীই তো জয়ের ব্যাপারে আশাবাদী, আমিও জয়ের ব্যাপারে আশাবাদী। সারাদেশে শেষ পর্যন্ত তৃণমূল বিএনপির ১৩৭ জন প্রার্থী নির্বাচন করছেন বলে তিনি জানান।’
এরআগে সকালে শমসের মুবিন চৌধুরী সিলেট নগরীর আম্বরখানা গার্লস স্কুলে তার ভোট প্রদান করেন।