সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু

সারা দেশের মতো সুনামগঞ্জেও শুরু হয়েছে ভোটগ্রহণ। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে এই ভোটগ্রহণ শুরু হয়।

সুনামগঞ্জে ৭০০টি কেন্দ্রে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

৭শ টি কেন্দ্রের মধ্যে প্রশাসন ৩০৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ঐ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাচনে ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রে ও ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ছাড়াও র‍্যাব, বিজিবি রয়েছে নির্বাচনী এলাকায়।

জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী জানান, ভোট চালাকালীন সময় যদি কেউ বিশৃঙ্খলা করে অপরাধের ধরণ বিবেচনা করে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি দেয়া। এ ছাড়াও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।