মৌলভীবাজারের কমলগঞ্জে মুন্সিবাজার ইউনিয়নের সরিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে স্কুলের বাইরে থেকে পেট্রোল ছুড়ে মারে স্কুলের দরজায়। এসময় দরজা ও জানালায় আগুন লাগার আগেই এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে। আগুন লাগার সাথে সাথে শতাধিক মানুষ জড়ো হতে থাকেন।
মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান, এলাকার লোকজন হঠাৎ আগুন দেখতে পান। পরে তাদের সাথে আমি নিজে গিয়ে আগুন নিভিয়ে ফেলি। কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। এখানে অনেক মানুষসহ আইনশৃঙ্খলা বাহিনী আসছেন। সিসি ক্যামেরা চেক করে দেখা যাবে কে বা কারা এমন কাজ করেছে।
কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ‘আগুন লাগার খবর শুনে আমরা দ্রুত এসে পৌছাই। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। সেখানে কেরোসিনের অস্থিত্ব রয়েছে। তবে কোনো কিছুর ক্ষতি হয়নি।’
তিনি বলেন, ‘আমরা বাইরের সিসি ক্যামেরা দেখতেছি। অনেক কুয়াশা যার কারণে কিছু বুঝা সম্ভব হচ্ছে না। তবে আমাদের তদন্ত চলছে।’