শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসব সেবা চালু

শান্তিগঞ্জ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘন্টা স্বাভাবিক প্রসব সেবা চালুর ৩ দিনের মাথায় প্রথমবারের মত এক শিশু প্রসব হয়েছে। হাসপাতালটির দক্ষ চিকিৎসক ও প্রশিক্ষিত মিডওয়াইফদের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশন ছাড়াই স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুটি প্রসব করানো হয়।

শুক্রবার (০৫ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. ইকবাল হাসান এ তথ্য জানান।

তিনি জানান, ‘গতকাল সকাল ১১টায় আমাদের হাসপাতালে স্বাভাবিক প্রসব সেবা নিতে আসেন উপজেলার আস্তমা গ্রামের হেপি বেগম। এসময় আমাদের হাসপাতালের দক্ষ চিকিৎসক ও মিডওয়াইফদের তত্ত্বাবধানে সফলভাবে কন্যা সন্তানের জন্ম দেন হেপি বেগম। বর্তমানে প্রসূতি ও নবজাতক সুস্থ আছেন। সেবা চালুর পর প্রথমবারের মত স্বাভাবিক প্রসব করানোয় সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, মিডওয়াইফসহ সব কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানাচ্ছি।’

হেপি বেগমের স্বামী হোসাইন আহমদ বাবুল জানান, ‘আমরা অত্যন্ত আনন্দিত আমাদের উপজেলা হাসপাতালে এমন সেবা চালু হওয়ায়। এখানে ডাক্তার, নার্সরা খুবই আন্তরিক ছিলেন। পুরো সেবা আমি বিনামূল্যে পেয়েছি। হাসপাতালে আমার কোনো টাকা খরচ হয়নি। সবকিছু আমাকে বিনামূল্যে প্রদান করা হয়েছে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ জানুয়ারী) সকাল থেকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহের পুরো ৭ দিন ২৪ ঘন্টা হাসপাতালে স্বাভাবিক প্রসব সেবা কার্যক্রম চালু করা হয়।