আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বানিয়াচং উপজেলার ১০৬ ভোটকেন্দ্রের মধ্যে প্রাথমিকভাবে ২৭ টি কেন্দ্রকে ঝুঁকিপুর্ণ, ১৩ কেন্দ্রকে অতি ঝুঁকিপুর্ণ আর বাকী ৬৬ কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে তালিকাভূক্ত করেছে বানিয়াচং পুলিশ প্রশাসন।
এসব ভোটকেন্দ্রে নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ঝুঁকিপুর্ণ ও অতি ঝুঁকিপুর্ণ কেন্দ্রে অফিসার ও ফোর্স মোতায়েনের প্রয়োজন মর্মে জেলা পুলিশ সুপার, ডিএসবি বরাবর তালিকা প্রেরণ করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ। গত মাসের ১৪ তারিখে স্বারক নং-ডিএসবি/৫১৩৯ সুত্রে এই তালিকা প্রেরণ করেন তিনি।
ঝুঁকিপুর্ণ কেন্দ্রগুলো হল– বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের দত্তপাড়া বন্যা আশ্রয়কেন্দ্র, আইডিয়াল কলেজ, ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরাণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের বনমথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাসই সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরীফখানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭নং বরইউপি ইউনিয়নের দাউদপুুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮নং খাগাউড়া ইউনিয়নের জামিয়া ইসলামিয়া ফয়েজে আম মাদ্রাসা, একই ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯নং পুকড়া ইউনিয়নের সিকান্দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই ইউনিয়নের কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০নং সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১নং মক্রমপুর ইউনিয়নের মক্রমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই ইউনিয়নের হিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়া পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দুয়াবহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩ নং মন্দরি ইউনিয়নের রাজনগর দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিথঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমড়ি দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পৈলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আর অতিঝুঁকিপুর্ণ কেন্দ্রগুলো হল- বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয়, মীরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামেয়া রেদুয়ানিয়া দাখিল মাদ্রাসা, গরীব হোসেন মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাতুকর্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাক্তার ইলিয়াছ একাডেমি, যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসিয়াপাড়া মাদ্রাসা, করচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দড়ওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গিরিশগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহনপুর বরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইকরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, হযরত শাহাজালাল (রহ.) উচ্চ বিদ্যালয় ও মন্দরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বাকি ৬৬ কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
এই বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, ঝুঁকিপুর্ণ কেন্দ্রগুলোর আমরা একটা খসড়া তালিকা তৈরী করেছি। এই তালিকা জেলা পুলিশ সুপার ও ডিএসবি’র বরাবর পাঠানো হয়েছে তবে এখনো চুড়ান্ত হয়নি।
নির্বাচন কমিশন ঘোষিত তপসিল অনুযায়ী সারা দেশের ন্যায় আগামী ৭ জানুয়ারি (রবিবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বানিয়াচং উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৮শ ৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার ৩শ ১১ জন। আর নারী ভোটার সংখ্যা ১লাখ ৩৫ হাজার ৫শ ৪১ জন।