নির্বাচিত হলে প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করবো : শফিক চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে প্রবাসীদের সকল সমস্যা সমাধানে কাজ করবো। প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতিতে অনেক বড় ভুমিকা রাখেন। তারা একই সঙ্গে দুটি কাজ করেন, তাঁদের কষ্টের টাকায় দেশ ও তাঁদের পরিবার চলে।

তিনি সোমবার (১ জানুয়ারি) দিনব্যাপী বিশ্বনাথ উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ, উঠান বৈঠক ও জনসভায় উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘যাঁরা বিদেশে কাজ করেন, তাঁরা আমাদের দেশের মেরুদণ্ডের মতো। তাই আমাদের উচিত প্রবাসীদের সমস্যা সমাধানে আরও বেশি মনোযোগী হওয়া।’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরে প্রবাসীদের নিয়ে কাজ করছেন। এই সরকারের উদ্যোগে প্রথমবারের মতো প্রবাসী দিবস পালন করা হয়েছে। প্রবাসীদের সর্বোচ্চ সহযোগিতা করছেন শেখ হাসিনার সরকার। তাই আগামী ৭ জানুয়ারি আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দিন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, সদস্য ফিরোজ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি মুজম্মিল আলী, সহ সভাপতি সেলিম আহমদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, ধর্ম বিষয়ক সম্পাদক ফকর উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক দপ্তর সম্পাদক সাজিদ আলী, সদস্য ডা. শাহানুর হোসাইন, আফরোজ বকত খোকন, এনামুল হক এনাম, শেখ আজাদ, এমদাদ হোসেন, আশিক আলী, কাউন্সিলর ফজর আলী, সাবেক সদস্য নওয়াব আলী, সাবেক সহ প্রচার সম্পাদক বশির আহমদ, উত্তর বিশ্বনাথ আমদৌত উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, মোহাব্বত আলী জাহান, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক অরবিন্দু পাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল রব, আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলী, রহমত আলী, নুরুল ইসলাম বুলবুল, যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য মুহাম্মদ ইলিয়াস, লামাকাজী ইউনিয়ন লামাকাজী ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন ছমির, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মুহাম্মদ আলী মজনু, সামছাদুর রহমান রাহিন, জেলা যুবলীগ নেতা অতুল দে, যুবলীগ নেতা ফয়সল আহমদ, ফয়জুল ইসলাম জয়, মাহবুবুর রহমান, জাবেদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব শাহ, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রোকন, জাকির হোসেন মামুন, আবিদুর রহমান আবিদ, কয়েস আহমদ, ফারাবি ইমন, সামছুদ্দিন কামরান, মামুন, উজ্জল মিয়া, সাইদুল সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।