উচ্চ আদালতে প্রার্থিতা বৈধ হবার পরও নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ না পেয়ে আন্দোলনের হুমকি দিয়েছেন সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কার্যালয়ের সামনে বেশ কিছুক্ষণ অবস্থান করেন তাঁর কর্মী-সমর্থকরা। পরে জেলা প্রশাসকের অনুরোধে কার্যালয় প্রাঙ্গণ ছেড়ে সড়কে অবস্থান নেন তারা।
এরপর সেখান থেকে সারে যান তারা। পরে বিকালে বিশ্বনাথ পৌরশহরে গিয়ে মানববন্ধন করেন মুহিব ও তাঁর কর্মী-সমর্থকরা। এ মানববন্ধনে বক্তব্য প্রদানকালে বিকালের মধ্যে প্রতীক বরাদ্দ না দিলে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধের হুমকি দেন মুহিবুর রহমান।
তবে এসংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে- আদালতের নির্দেশনার বিপরীতে আপিল করা হবে। বিষয়টি আদালতকেন্দ্রীক তাই বেশি কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, বিশ্বনাথে বহুল আলোচিত ও সমালোচিত রাজনীতিবিদ মুহিবুর রহমান দুইবারের উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান ও বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন। তবে যাচাই-বাছাইয়ে তাঁর প্রার্থিতা বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এরপর প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। তবে তার আপিলও খারিজ করে দেয় ইসি।
এরপর প্রার্থিতা ফেরাতে হাইকোর্টের দ্বারস্থ হন মুহিবুর রহমান। এরপর গত রবিবার (২৪ ডিসেম্বর) এক আদেশে বিচারপতি মো. ইকবাল কবির এবং বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ মুহিবের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। তবে এই সিদ্ধান্তে বিরুদ্ধে আপিল করা হবে জানিয়ে তাকে প্রতীক বরাদ্দ দেয় নি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
হাইকোর্টের নির্দেশনার ৪ দিন পরেও প্রতীক বরাদ্দ না পেয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসানের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন মুহিব ও তাঁর কর্মী-সমর্থকরা।