মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত শেষে র্যালি বের হয়ে চৌহাট্টাস্থ শহিদমিনারে পুষ্পস্তবক অর্পণ করে চৌহাট্টা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় র্যালি-সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম আহ্বায়ক মাছুমা খানম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট মামুন বেপারি, শহিদ মিয়া, মিন্টু যাদব, আকবর আলি, আনোয়ার হোসেন, জাহেদ আহমদ, চা শ্রমিক ফেডারেশনের রত্না বসাক, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ এর মহানগর সহ-সভাপতি ইয়াছিন আহমদ, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সহ সাধারণ সম্পাদক বিলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, টুকেরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি নুরুল ইসলাম, ৩৭নং সভাপতি মোহসিন আহমদ, ৯নং ওয়ার্ড সভাপতি আমির হামজা, বিমানবন্দর শাখার সভাপতি সেলিম মিয়া, আনোয়ার হোসেন কুটি, মালেক আহমদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক সনজয় শর্মা প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার পর গত ৫২বছর ধরে পালাক্রমে বিভিন্ন বুর্জোয়া দল দেশ শাসন করেছে। তারা সকলেই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিপরীতে দেশ পরিচালনা করেছে। ফলে রাজনৈতিক-অর্থনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দেশে বর্তমানে চলছে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন। জনগণের ভোটাধিকার নেই, চলছে ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের আয়োজন।
বক্তারা মুক্তিযুদ্ধের মৌল চেতনা শোষণমুক্ত-অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান।