সিলেটের ওসমানী নগরে এইচএসসি-আলিম উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা মনজুরুল করিম মহসিন।
উপজেলা সভাপতি জুনায়েদ আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল তোয়াহিদ তুহিনের পরিচালনায় সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম রাফির শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন মাদার বাজার এফ. ইউ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি সৈয়দ শহীদ আহমদ বোগদাদি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলী, সহ-সভাপতি এম এ রব, সাধারণ সম্পাদক আব্দুল মতিন গজনবী, ইউকে মান্সফিল্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাঈদ আহমদ রাহিক, সিলেট পশ্চিম জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মাহবুব খাঁন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি . কাজী আবুল কালাম আজাদ, আরবি প্রভাষক মাওলানা জুয়েল আহমদ লতিফি, উপজেলা আল-ইসলাহর সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোবারক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউনুস আলী, উমরপুর ইউনিয়ন আল-ইসলাহর সাধারণ সম্পাদক হাঃ মুহাঃ আজাদ আলী, উপজেলা তালামীযের সাবেক সহ-সভাপতি প্রবাসি মোশাহিদ আলী, মাওলানা হাবিবুর রহমান শিপু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল করিম মহসিন বলেন, দেশ ও জাতির ভবিষ্যণ কল্যাণের দায়িত্ব আজকের তরুণদেরই। তাই যারা শিক্ষার এক ধাপ পেরিয়ে নতুন ধাপে অগ্রসর হচ্ছেন তাদের অবশ্যই জ্ঞানের জগতে নিজেদের বিচরণ ধরে রাখতে হবে। জ্ঞানের আহরণ ও চর্চায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে হবে। কেননা বর্তমানে বিশ্ব খুব দ্রুত উন্নত ও সহজ হচ্ছে সেই সাথে পরিবর্তন হচ্ছে মানুষের জীবনাচার। প্রগতিশীল হচ্ছে শিক্ষার মান ও পাঠদান পদ্ধতি। তরুণরা মনোযোগ দিচ্ছে কর্মমুখী শিক্ষার প্রতি৷ এগিয়ে যাচ্ছে জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায়। বিশ্বায়নের এই যুগে আজকের তরুণদের যুক্ত হয়ে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।