সিলেটের জৈন্তাপুর উপজেলার পর্যটন কেন্দ্র শাপলা বিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মো. আবু নাহিদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন মো. আবু নাহিদের মামা জুয়েল আহমদ।
নিহত মো. আবু নাহিদ (২০) গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটখাই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
উল্লেখ্য, গত (৯ ডিসেম্বর) জৈন্তাপুর উপজেলার শাপলা বিলে যাওয়ার জন্য বেশ কয়েকটি মোটরসাইকেল যোগে কয়েকজন বন্ধু রওয়ানা হন। পথিমধ্যে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার সারিঘাটে বাসের সাথে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে আবু নাহিদ ও তার বন্ধু তানিম আহমদ (২০) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানিম আহমদ। এছাড়া আবু নাহিদ ৪দিন চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা যান তিনি।
নিহত তানিম আহমদ (২০) গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পানিআগা গ্রামের বুদন উদ্দিনের ছেলে।