জগন্নাথপুরে আদালতের আদেশ অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে আদালতের আদেশ অমান্য করে দেয়াল নির্মাণ করছেন এক প্রবাসী।

স্থানীয়রা জানায়, স্বজনশ্রী পাড়া শিমুল গ্রামের একখন্ড জমির উত্তরাধিকার সূত্রে মালিক হাজী ওয়াজিদ উল্লাহ। এসএ রেকর্ড, নামজারিসহ সব কাগজ তার নামে থাকার পরও ওই জমি নিজের দাবি করে তাতে জোরপূর্বক দেয়াল নির্মাণ করছেন একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কমর উদ্দিন ও তার লোকজন। এতে ক্ষুব্ধ হাজী ওয়াজিদ উল্লাহ দেয়াল নির্মাণে বাঁধা দেন। একইসাথে তিনি এ ব্যাপারে আদালতের দ্বারস্থ হলে আদালত সেখানে ১৪৪ ধারা জারি করেন।

তবে আদালতের নির্দেশ না মেনে কমর উদ্দিনের লোকজন বৃহস্পতিবার (৭ডিসেম্বর) সকাল ৮টার দিকে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণের কাজ শুরু করে। এ সময় ওয়াজিদ উল্লাহের লোকজন বাঁধা দিলে উভয় পক্ষে কথা কাটাকাটি হয়।

খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই সাইফউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিবেশ শান্ত করেন।

এ ব্যাপারে হাজী ওয়াজিদ উল্লাহ জানান, এটি আমার বাবার সম্পত্তি। আমাদের নামে এসএ রেকর্ড, নামজারি রয়েছে। আমরা নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে যাচ্ছি। আমাদেরকে অসহায় পেয়ে ভূমিখেকো লন্ডন প্রবাসী কমর উদ্দিনের লোকেরা আমার বাড়ীর সামনে জোর পূর্বক দেয়াল নির্মাণ করছে। এই জায়গাতে তার কোন স্বত্ত্ব নেই। আমি এ ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ সকলের কাছে সহযোগিতা চাই।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনজার্চ মো. মিজানুর রহমান জানান, স্বজনশ্রী পাড়া শিমুল গ্রামের হাজী ওয়াজিদ উল্লাহ ও কমর উদ্দিনের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষে মারামারির উপক্রম হয়। পরে থানা পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করে।