সিলেটে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)।
এ উপলক্ষে শুক্রবার (১ ডিসেম্বর) নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে সিলেট সিটি পয়েন্ট থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভার মাধ্যমে শেষ হয়। সভা শেষে সড়ক দূর্ঘটনায় আহত অসহায় ২টি পরিবারের মাঝে মাতৃ ছাগল প্রদান করা হয়।
নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিসচা সিলেট মহানগর শাখার সহ-সভাপতি কামরুল ইসলাম, ডা.মনির চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, ডা.লোকমান হেকিম, সংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রচার সম্পাদক আহসান হাবীব, সাংস্কৃতিক সম্পাদক সাহেব আহমদ অয়ন, কার্যকরী সদস্য আবু জাবের, জিল্লুর রহমান, নিয়াজ কুদ্দুস খান, মনসুর আহমদ, শাহিনুর রহমান, আরাফাত, আনহার হাবিব প্রমুখ।