সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মনোনয়নবঞ্চিত ডা. দুলাল

সিলেটের ৬ টি নির্বাচনী আসনে প্রতিদ্বন্দিতা করতে আঁটঘাট বেঁধে নেমেছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা। প্রায় সবকটি আসনেই একাধিক মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় এবার স্বতন্ত্র প্রার্থী হতে নাম লেখাতে যাচ্ছেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে ইতিমধ্যেই মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এই চিকিৎসক নেতা। দু’একদিনের মধ্যেই মনোনয়ন জমা দেবার তথা রয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

বিগত একাদশ সংসদ নির্বাচনের সময় থেকেই নির্বাচনী আসনে সরব বিএমএ মহাসচিব ড. দুলাল। বিগত দুটি বন্যায় নিজের ও সংগঠনের পক্ষ থেকে ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে এলাকাবাসীর পাশে দাঁড়ানোয় তৃণমূলেও গ্রহণযোগ্যতা আছে তাঁর।

উল্লেখ্য, সিলেট-৩ আসন থেকে ফের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবীব।