ওবায়দুল কাদেরের সাথে দেখা করলেন সাকিব

সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে দেখা করলেন সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয় বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে আসেন সাকিব আল হাসান। কার্যালয়ের সামনে এলে ছাত্রলীগের সাবেক দুজন নেতা তাঁকে ভেতরে নিয়ে আসেন। এ সময় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সারা দেশ থেকে আসা নেতা-কর্মীদের অনেকেই সাকিব আল হাসানের আশপাশে ভিড় জমান, কেউ কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলেন।

পরে ওবায়দুল কাদেরের কক্ষে যান সাকিব। কক্ষে যাওয়ার পর সাকিব আল হাসান ওবায়দুল কাদেরের সঙ্গে কুশল বিনিময় করেন, ছবি তোলেন। পরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের কক্ষে কথা বলেন ওবায়দুল কাদের ও সাকিব আল হাসান। প্রায় আধা ঘণ্টা ধরে তাঁরা একান্ত বৈঠক করেন।

এসময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন সংক্রান্ত বিষয়ে কথা হয় বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।

এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) সাকিব আল হাসান তার এক প্রতিনিধির মাধ্যমে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসনের জন্য দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সাকিব আল হাসানকে ঢাকা-১০ আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হতে পারে।