জগন্নাথপুরে শান্তি সমাবেশে নৌকায় ভোট চাইলেন পরিকল্পনা মন্ত্রী

তফশিল ঘোষণার পর প্রতীক বরাদ্দের আগে প্রচারণা চালানোর সুযোগ নাথাকলেও সুনামগঞ্জের জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নে উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে ইউনিয়ন আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এসময় তিনি নৌকায় ভোট চান।

শুক্রবার (১৭ নভেম্বর) উপজেলার আশার কান্দি ইউনিয়নের দাওরাই বাজারে অনুষ্ঠিত এ সমাবেশে নৌকায় ভোট চান পরিকল্পনা মন্ত্রী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। জনগণ নির্বাচন চায়, আন্দোলন চায়না, কাটাকাটি মারামারি চায়না। ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন চায়।’

তিনি আরও বলেন, ‘আবার শেখ হাসিনা সরকারকে চায় জনগণ। ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা কে আবার ক্ষমতায় আনুন।’

এসময় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। একাধিকবার নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। ৭ জানুয়ারি ভোট। সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। এদেশের মানুষ উন্নয়ন চায়। শেখ হাসিনা ও গরিব দুঃখী মানুষের পাশে থাকতে চান।’

তবে নির্বাচনী তফশিল ঘোষণার পর এমন সমাবেশ করতে পারেন কিনা এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নীং কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, মন্ত্রী মহোদয়ের যে প্রোগ্রামে আমি ছিলাম সেখানে এমন কিছু লেখা ছিলোনা। আর ভোট চাওয়ার ব্যাপার উল্লেখ করলে তিনি বলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম না, তাই আমার জানা নেই। আর আমি যেহেতু এআরও (সহকারী রিটার্নিং কর্মকর্তা) তাই এবিষয়ে আমি মন্তব্য করতে পারবোনা।

তবে এবিষয়ে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের বক্তব্য নেয়া সম্ভব হয় নি।