সিলেটে ‘নামেমাত্র’ অবরোধ, চলছে স্বল্পসংখ্যক যানবাহন

পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে সিলেটের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে, বিএনপি-জামায়াত কর্মীদের কোথাও পিকেটিং করতে দেখা যায়নি।

সকাল থেকে নগরের বিভিন্ন পয়েন্টে সিএনজিচালিত অটোরিকশাসহ স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল। এমনকি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকেও স্বল্পসংখ্যক দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা গেছে। চলেছে আন্তঃ উপজেলার সকল গণপরিবহন।

তবে যাত্রী কম থাকায় পরিবহনের সংখ্যাও ছিল কম। অন্যদিকে গণপরিবহন কম থাকায় অনেক জায়গায় ভোগান্তিতে পড়তে দেখা গেছে জরুরি কাজে চলাচলকারী সাধারণ মানুষদের।

অবরোধের সকাল থেকে সড়ক মহাসড়কে জরুরি পণ্যবাহী যানবাহন চলাচল করছে।

এদিকে সকাল থেকে নগরীতে অবরোধের কোন প্রভাব পড়তে দেখা যায়নি। স্বাভাবিক ছিল যান চলাচল। বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট দেখা গেছে। এছাড়া স্বাভাবিক দিনের মতো খুলেছে ব্যবসাপ্রতিষ্ঠানও।

এদিকে অবরোধের সমর্থনে ভোরে সুনামগঞ্জ সড়ক ও বিমানবন্দর সড়ক সহ দুএক জায়গায় ঝটিকা মিছিল করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

https://fb.watch/okbAwLOkST/?mibextid=Nif5oz