প্রায় এক যুগ দায়িত্ব পালনের পর বদলি হলেন গরিবের ডাক্তার হিসেবে খ্যাত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মধু সদন ধর। সিলেটের ইন্সটিটিউট অব হেলথ্ টেকনোলজি এ সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করবেন তিনি।
জনপ্রিয় এই স্বাস্থ্য কর্মকর্তাকে শনিবার (নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন তাঁর সহকর্মীরা। এ সময় তাঁর দীর্ঘদিনের সহকর্মী ডা. শারমিন আরা আশার কাছে দায়িত্বভার হস্তান্তর করেন তিনি।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে এর সকল ডাক্তার, নার্স ও কর্মচারী-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শনিবার বিদায় নিয়ে তিনি উপজেলার সকলে উদ্যোশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটান দেন।
এতে তিনি তাঁর কর্মজীবনে বিভিন্ন সময়ে সহযোগিতার জন্য জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের জনগণ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, হাসপাতাল ব্যাবস্থপনা কমিটির প্রত্যেক সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ,সমাজকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ডাঃ মধু সদন ধর ২০১১ সালের ১৫ মে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কম্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। এর ৭ বছর পর ২০১৮ সালের ৭ নভেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান।