কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

সিলেটের কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের আয়োজনে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১০ টা থেকে কোম্পানীগঞ্জ থানা সদর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৪র্থ ও ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে এ বৃত্তি পরীক্ষা শুরু হয়।

বিপুল উৎসাহ উদ্দীপনায় ছাত্র-ছাত্রীরা মেধা বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করেন। কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় বৃত্তি পরীক্ষায় হল সুপারের দ্বায়িত্ব পালন করেন ভাটরাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম।

পরীক্ষায় মোট ৩৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৪র্থ শ্রেণির ২’শ ও ৭ম শ্রেণির ১৭৪জন পরীক্ষার্থী অংশ নেন।

বৃত্তি পরীক্ষা পরির্দশন করেন সিলেট জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, সিলেট জেলা বারের এপিপি ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, জেলা বারের এপিপি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ জাহান চৌধুরী, কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির মুছব্বির, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবুল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা লীগের সভানেত্রী নাসরিন জাহান ফাতেমা, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তারিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাব সদস্য আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর আলীপ্রমুখ।

সফলভাবে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক পরিদর্শকদের ধন্যবাদ জানিয়েছেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ ও সাধারণ সম্পাদক মারজান আহমদ।

উল্লেখ্য, উপজেলার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষামূখী করতে ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবী দাওয়া আদায়ে ১৯৮৫ সালে এম তৈয়বুর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয় কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ। প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর শিক্ষা বৃত্তির আয়োজন করে আসছে অরাজনৈতিক এই সংগঠনটি।