জগন্নাথপুরে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুরের শায়খ শফিকুর রহমান ফাউন্ডেশন রানীগঞ্জ এর উদ্যোগে উপজেলা ভিত্তিক মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ও হিফজুর হাদিস প্রতিযোগিতার দ্বিবার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৯নভেম্বর) বেলা ৩টায় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে ফাউন্ডেশন এর পরিচালক মাওলানা মুফতি তোফায়েল আহমদ কামরান এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাওলানা রেজাউল করীম ও মাওলানা সাইফুল ইসলাম এর যৌথ পরিচালনায় উদ্ধোধন করেন মাওলানা শায়খ শফিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর দারুল হাদীস মাদরাসার শিক্ষা সচিব মাওলানা সৈয়দ মাছরুর আহমদ কাসেমী, জালালপুর মাদরাসার মুহতামিম মাওলানা বাহা উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য কাউছার আহমদ, গন্ধর্বপুর দারুল আরকাম মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা জিয়া উদ্দিন, ইছগাঁও খাদিজাতুল কুবরা রা: বালিকা মাদরাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খাঁন, ফাউন্ডেশনের উপদেষ্টা গিয়াস উদ্দিন, শুনুর মিয়া, মৌলভী আঙ্গুর আলী, জামেয়া ইসলামীয়া লহরী মাদরাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান মুন্সী, তরুন সংগঠক হাফিজ শাহিন আহমদ, মুফতি রেজাউল করীম, হাফিজ বিলাল আহমদ, তানভীর আহমদ সুহেল, হাফিজ নুমান আহমদ,মাওলানা হাবিবুর রহমান, হাফিজ নাঈম আহমদ শিহাব, আফজাল হোসাইন, মাহিদুল ইসলাম, মাওলানা জামিল আহমদ প্রমুখ।

এসময় ১ম স্থান অর্জনকারী শাহ ওয়ালিউল্লাহ (রহ:) নূরানী একাডেমীর মেধাবী ছাত্র সৈয়দ ওলিউর রহমান রাফিকে নগদ ১০ হাজার টাকা। ২য় স্থান অর্জনকারী মেধাবী ছাত্রী সৈয়দা উবায়দা খাতুন নাদিয়াকে নগদ ৫হাজার। ৩য় স্থান অধিকারী সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল উলূম মাদরাসার মেধাবী ছাত্র মো. আবু সাইদকে ৩ হাজার। ৪র্থ স্থান অধিকারী সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল উলূম মাদরাসার মেধাবী ছাত্র মো. আব্দুস সামাদকে ২হাজার, ৫ম স্থান অর্জনকারী শাহ ওয়ালিউল্লাহ (রহ:) নূরানী একাডেমীর মেধাবী ছাত্র সৈয়দ মুস্তাফিজুর রহমান রিফাতকে ১ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয় এছাড়াও এক থেকে পনেরো পর্যন্ত মেধা তালিকায় স্থান পাওয়াদের সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।