হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় তরুন প্রজন্মের প্রিয় শিক্ষক সাহি খাঁনের মৃত্যুতে শোকাহত হাজারো শিক্ষার্থী। মাত্র ২৯ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।
বুধবার (৮ নবেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই জনপ্রিয় শিক্ষক। মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর পরিবার।
শিক্ষক সাহি খাঁন উপজেলার পৌরসভাস্থ উত্তবাজারের সদর হাসপাতাল এলাকার বাসিন্দা। তিনি পৈতৃক সূত্রে ঢাকার বাসিন্দা হলেও শৈশব থেকেই এই শহরে বেড়ে ওঠা। সাহি খাঁন চুনারুঘাট পৌরসভার পরিচিত ব্যবসায়ি মধু মিয়ার দৌহিত্র এবং বর্তমান ৫নং ওয়ার্ড কাউন্সিলর আরজু মিয়ার ভাগ্নে।
ছাত্র জীবনে চুনারুঘাট দক্ষিণাচরণ পাইল উচ্চ বিদ্যালয়ে ২০১০ ব্যাচের ও চুনারুঘাট সরকারি কলেজ থেকে এ-প্লাসসহ বৃন্দাবন কলেজ থেকে বিবিএ, এমবিএ সম্পন্ন করেন। কর্মজীবনে পূবালী ব্যাংকের ক্যাশিয়ার হয়েও শিক্ষকতা পেশার মায়ায় চাকরি ছেড়ে দিয়ে পুনরায় শিক্ষকতায় ফিরে আসেন। তাছাড়াও তিনি শিক্ষার প্রসার ঘটাতে সহযাত্রী বন্ধু কামরুজ্জামান রুবেল ও এফএম খন্দকার মায়া-কে সাথে নিয়ে পৌরসভায় গ্রীন মডেল স্কুল প্রতিষ্ঠা করেন।
জানা যায়, হঠাৎ গত মঙ্গলবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ক্ষণজন্মা এই শিক্ষক তাঁর ব্যক্তিত্বের মুগ্ধতায় এতো জনপ্রিয় হয়ে উঠেছেন যে, তাঁর মৃত্যু সংবাদে চুনারুঘাট উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বাদ জোহর চুনারুঘাট সদর শাহী ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানা যায়।