বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে সিলেটে চলছে শান্তিপূর্ণ অবরোধ। সকাল থেকে এখন পর্যন্ত সিলেটের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
সকালে নগরের ব্যক্তিগত যানবাহন চলতে দেখা গেছে। চলছে সিএনজিচালিত অটোরিকশা এবং অন্যান্য ছোট যানবাহন। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন পয়েন্টে সিএনজি অটোরিকশাসহ ছোটখাটো যানবাহনের ভীড় বাড়তে থাকে। এমনকি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দু’একটা করে দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা গেছে। তবে, গণপরিবহন কম থাকায় ভোগান্তি বাড়ছে জরুরি কাজে চলাচলকারী সাধারণ মানুষের।
সড়ক মহাসড়কে জরুরি পণ্যবাহী যানবাহন চলাচল করছে। তবে, বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে নাগরিক ব্যস্ততা।
সকালের দিকে নগরীর শপিংমল, বিপণীবিতান বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হয়ে যায়। বেলা ১১টার পর থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে যানজট দেখা গেছে।
এদিকে অবরোধের সমর্থনে দু-এক জায়গায় ঝটিকা মিছিল করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। তবে কোন নাশকতার ঘটনা ঘটেনি।
যে কোন পরিস্থিতি সামাল দিতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোড়ে মোড়ে রয়েছে পুলিশের অবস্থান। মহাসড়কেও রয়েছে পুলিশের বাড়তি টহল।
অবরোধের নামে কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।