বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
রবিবার (৫ নভেম্বর ) রাত ১২টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্টে বোনের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তারা।
দুদুর ছোট ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, রাত ১২ টার দিকে ক্যান্টনমেন্টের বড় বোনের বাসা থেকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায়।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রবিবার দিবাগত রাত ১২ টার পরপরই ১৫ থেকে ২০ জনের একটি দল গোয়েন্দা পুলিশ পরিচয়ে শামসুজ্জামান দুদুর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। সঙ্গে দুদুর ভাগ্নে ব্যবসায়ী হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে যায় পুলিশ।
উল্লেখ্য, ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশকে ঘিরে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলাল, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরসহ প্রায় ১৫ জন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।