বিয়ানীবাজার-গোলাপগঞ্জ হবে সিলিকন ভ্যালীর মতো : কালাম চৌধুরী

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে আইসিটিতে দক্ষ করে গড়ে তুলতে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জকে পৃথকভাবে সিলিকন ভ্যালীর মতো একটি আইসিটি শহর গড়ার স্বপ্ন দেখেন সিলেট-০৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী।

তিনি বলেন, আগামী প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে তাদের মেধাকে বিকশিত করতে হবে।

শনিবার বিকাল তিনটায় পৌরশহরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে বিয়ানীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে উপস্থিত জনতার সামনে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের উন্নয়নের রূপকল্প উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পেলে শেওলা স্থল বন্দরকে ঘিরে বাণিজ্যিক প্রসার ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ বিয়ানীবাজার-গোলাপগঞ্জের নদী ভাঙগন কবলিত এলাকার নদী ভাঙ্গনের শিকার গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় নিয়ে এসে তাদের আশ্রয়ের ব্যবস্থা করবেন।

আওয়ামী লীগের কর্মী হিসাবে বৃহৎ পরিসরে কাজ করতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-০৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন তিনি। দল তাকে বিবেচনা করুক বা না করুক তিনি দেশের উন্নয়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার পক্ষে আছেন এবং আগামীতেও থাকবেন বলে অঙ্গীকার করেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে তাকে ফুলেল অভ্যর্থনা জানান সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে মটর শোভাযাত্রাসহ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে আসেন এবং দুই উপজেলায় পৃথক পথসভায় বক্তব্য রাখেন তিনি।

পৃথক এসব পথসভা ও মতবিনিময় সভায় ব্যারিস্টার আবুল কালাম চৌধুরীর সাথে তার অনুসারীবৃন্দ ছাড়াও জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।