সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে গন্ধপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকা বাসী ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে গন্ধপুর গ্রামে মধ্যপ্রাচ্য প্রবাসী ফয়জুল একই গ্রামের মনর মিয়ার বাড়ির উপর দিয়ে ডিস লাইন নিতে চাইলে মনর মিয়া বাধা দেন। এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মনর মিয়া (৪০), রিপন বেগম ( ৩৫), লাভলী বেগম (৩৮), মনির মিয়া (৪২). মতিন মিয়া (৪৫) সহ অন্তত দশ জন আহত হন। এরমধ্যে অবস্থা গুরুতর হওয়ায় মনর মিয়া ও রিপন বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এঘটনায় মনর মিয়া পক্ষের আব্দুল করিম বাদী হয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
জগন্নাথপুর থানার এএসআই নুরে আলম বলেন, মনির মিয়ার বাড়ির উপর দিয়ে ফজর মিয়া ডিস লাইনের তার নিতে চাইলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এব্যাপারে তারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আহত মনর মিয়া বলেন, ফজর মিয়া আমার বাড়ির উপর দিয়ে ডিস লাইন নিতে চায়। বাধা দিলে তারা দল বল নিয়ে আমাদের উপর হামলা চায়।