বিএনপি-জামাতের অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে শাল্লা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতারা শান্তি সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
বিএনপি-জামাতের টানা তিনদিনের অবরোধের শেষ দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে নির্বাচন অফিসের সামনে থেকে দিরাই-শাল্লা (সুনামগঞ্জ -২) আসনের সংসদ সদস্য প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার শহীদ মিনারের সামনে এসে শান্তি সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও হবিবপুর ইউনিয়নের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব আহমেদ চৌধুরী, জেলা যুবলীগের সদস্য ও শাল্লা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড. দিপু রঞ্জন দাস ও শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব অজয় তালুকদার প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, সেচ্ছা সেবকলীগ ও ছাত্রলীগসহ সকল অংঙ্গ সহযোগি সংগঠনের নেতারা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি, সুনামগঞ্জ -২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়।
তাই জামায়াত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।