জগন্নাথপুরে অবরোধে মাঠে নেই বিএনপি, আ.লীগের দখলে রাজপথ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঢিলে-ঢালাভাবে চলছে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন। সকাল থেকে জগন্নাথপুর পৌর শহরে জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া অবোরোধ পৌর শহরের সড়কগুলোতে সবধরনের যানবাহন চলতে দেখা গেছে। তবে ভারী যানবাহন অন্য দিনের চেয়ে কিছুটা কম রয়েছে।

অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট যথারীতি খুলেছে। দিনভর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সড়কে দেখা যায়নি বিএনপি-জামায়াতের কোনো পিকেটার। অবরোধের সমর্থনে হয়নি কোন মিছিল-সমাবেশ।

অপরদিকে বিএনপির অগ্নিসন্ত্রাস ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পৌর শহরের বেশ কিছু স্থানে শান্তি সমাবেশ করছে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপ। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহড়া রয়েছে। অবরোধ সড়কে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ দেখা গেছে।

পৌর পয়েন্টে আওয়ামী লীগের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু নেতৃত্বে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌর সভার প্যানেল চেয়ারম্যান সাফরুজ ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা সুজিত রায়, লুৎফুর রহমান, ফিরোজ আলী, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী প্রমুখ।

অন্যদিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশিদ ভুঁইয়ার নেতৃত্বে জগন্নাথপুর পৌর শহরে মিছিল করেছে আওয়ামী লীগের অপর গ্রুপ। এরপর পৌর পয়েন্টে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুঁইয়া, সাবেক উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সালিক পীর, কবির আহমেদ, সেলিম মিয়া প্রমুখ।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, অবোরোধ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। অবরোধ জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট করা যাবে না। যদি কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে প্রতিহত করা হবে।