সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ ও আইএলও-র প্রতিনিধি দলের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০শে অক্টোবর) দুপুরে সিলেট উইমেন চেম্বার অব কমার্স কার্যালয়ে নারী উদ্যোক্তাগণের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়।
দুই ঘন্টাব্যাপী আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাগণ তাদের সফলতার কাহিনী তুলে ধরেন। কীভাবে স্বল্প পুঁজি নিয়ে শুরু করে কঠোর পরিশ্রমের দ্বারা আজ তাদের ব্যবসা বিকশিত হয়েছে তার বিস্তারিত বর্ণনা দেন। পাশাপাশি ব্যাংক লোন প্রাপ্তিসহ বেশ কিছু প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। আইএলও প্রতিনিধিদল মনযোগ সহকারে নারী উদ্যোক্তাদের অভিজ্ঞতার বর্ণনা শুনেন এবং তাদের পরামর্শ প্রদান করেন। প্রতিবন্ধকতার মাঝেও নারী উদ্যোক্তাদের সফলতার কাহিনী শুনে প্রতিনিধিদল মুগ্ধ হোন। তারা উদ্যোক্তা সৃষ্টি, পরামর্শ প্রদানসহ নানামুখী সহায়তার জন্য সিলেট উইমেন চেম্বার অব কমার্সের ভূয়সী প্রশংসা করেন।
উপস্থিত ছিলেন, আইএলও প্রতিনিধি দলে ছিলেন, আই এলও এর প্রধান কারিগরী পরামর্শক, প্রোগ্রেস প্রকল্প, মি. পেড্রো জুনিয়র বেলেন, মি. গুঞ্জন দাল্লাকতি, এসএমই ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, আইএলও কান্ট্রি অফিস; মি. নবীন কুমার কর্ণ, টেকনিক্যাল অফিসার, প্রোগ্রেস প্রকল্প, আইএলও এবং মি. এলেক্স ছিচাম, প্রধান, চট্টগ্রাম অফিস, প্রোগ্রেস প্রকল্প, আইএলও ও সিলেট উইমেন চেম্বারের সহ সভাপতি রাবেয়া আক্তার রিয়া, পরিচালক বিউটি বর্মন, তাছমিন আক্তার, তাহেরা জামান, সদস্য নাসিমা বেগ, সানজিদা, মিতু রায়, অর্পনা সেন প্রমুখ।