মাধবপুরে ‘ঋণের যন্ত্রনায়’ এক ব্যক্তির আত্মহত্যা

ছবি প্রতিকী

হবিগঞ্জের মাধবপুরে ‘ঋণের যন্ত্রনায়’ গলায় ফাঁস লাগিয়ে লাল মিয়া (৪৫) নামে এক ব্যাক্তির আত্মহত্যা করেছেন।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত আশ্রাফ উদ্দিনের ছেলে লাল মিয়া সোমবার দুপুরে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগায়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় লাল মিয়া কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কতৃব্যরত চিকিৎসক লাল মিয়া কে মৃত ঘোষণা করে।

পরিবারের সদস্যরা জানান, বিভিন্ন এনজিও ও কিছু সুদ ব্যবসায়ীর নিকট থেকে সুদে ঋণ নেন লাল মিয়া। ঋণের যন্ত্রনায় অতিষ্ট হয়ে লাল মিয়া আত্মহত্যার পথ বেঁছে নেন।

মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়না তদন্তের জন্য প্রেরন করা হবে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটি এখনো পরিস্কার নয়। তবে শোনা যাচ্ছে ঋণের কারণে সে আত্মহত্যা করেছে।