সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৪ হাজার কেজি ভারতীয় চিনি ও ২টি পিকআপ ভ্যানসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন সালামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিনি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাধীন বিশমপুর গ্রামের আব্দুর রউফের ছেলে আব্দুল্লাহ (৩৫) এবং সিলেটের বিশ্বনাথ থানাধীন ফাটাকইন গ্রামের মৃত জাবেদ আলীর পুত্র মোঃ গিয়াস উদ্দিন (৪০) কে আটক করা হয়। এসময় তাদের সাথে দু’টি পিকআপ ভ্যান তল্লাশি করে ৪ হাজার কেজি (৮০ বস্তা) ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত পিকআপ দু’টি জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা। এ সময় আসামিরা চিনি আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নি। দুজনের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।