বিসর্জনের মধ্য দিয়ে সুনামগঞ্জে শেষ হল শারদীয় দূর্গা পূজা

বিজয়াদশমী শেষে বিসর্জনের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও শেষ হল শারদীয় দূর্গা পূজা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধায় বিসর্জনের জন্য পৌরসভার তত্ত্বাবধানে শহরে রিভার ভিউয়ে জড়ো করা হয় পৌর এলাকার সকল মণ্ডপের প্রতিমা।

পৌর কর্তৃপক্ষের নির্মাণ করা ট্রলির মাধ্যমে একে একে সকল প্রতিমা সুরমা নদীতে বিসর্জন দেন সনাতন ধর্মাবলম্বীরা।

বিসর্জনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পৌর মেয়র নাদের বখত, পুলিশ সুপার এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন প্রমুখ।

বিসর্জনের আয়োজন নিয়ে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, দূর্গাপূজার শুরু থেকে শেষ পর্যন্ত পৌর কর্তৃপক্ষ সচেতন ভাবে দায়িত্ব পালন করেছে। আমরা চেষ্টা করেছি যাতে কোনও প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি হয় না। যার ফলশ্রুতিতে সুষ্ঠ ভাবে পূজা সম্পন্ন হয়েছে। কেউ কোনও ধরনের অভিযোগ করেনি। ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে।