গাজায় জাতিসংঘের ২৯ কর্মী নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর গত ৭ অক্টোবর থেকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার ২৯ কর্মী নিহত হয়েছেন।

গত রোববার ফিলিস্তিনিদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ এই তথ্য জানিয়েছে।

এত সহকর্মী নিহতের ঘটনায় তারা ‘হতবাক এবং শোকাহত’ জানিয়ে সংস্থাটির পক্ষ থেকে আরো বলা হয়, “নিহত সহকর্মীদের অর্ধেই শিক্ষক ছিলেন।”

গত ৭ অক্টোবর হামাসের অতর্কিতে হামলার পর প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় তীব্র বিমান হামলা চলাচ্ছে ইসরায়েল।

হামাসের হামলায় ইসরায়েলে ১৪শ’র বেশি মানুষ নিহত হয়। যা দেশটির ইতিহাসে নজিরবিহীন। হামাস ওই দিন ইসরায়েল থেকে আরো দুইশ’র বেশি মানুষকে ধরে নিয়ে যায়। জিম্মিদের মধ্যে ইসরায়েলি ছাড়াও অন্যান্য দেশের নাগরিকরা রয়েছেন।

ইসরায়েল বিমান হামলা শুরু করলে গাজার লাখ লাখ মানুষ বাড়ি ঘর ছেড়ে ইউএনআরডব্লিউএ-র নানান প্রতিষ্ঠানে আশ্রয় নেয়।

ইসরায়েলের হামলায় গাজায় সর্বশেষ ৪,৬৫১ জন নিহত হওয়ার খবর দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে আরো ১৪ হাজার ২৪৫ জন।

সিলেট ভয়েস/এএইচএম