”আইন মেনে সড়কে চলি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য বিষয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
এ উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মহিউদ্দিন আঘা খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহবুবুর রহমান বলেন, বানিয়াচংয়ের বিভিন্ন সড়কে অদক্ষ চালক ও আনফিটনেস যানবাহন এবং লাইসেন্স বিহীন বেপরোয়া মোটর সাইকেলের বিরুদ্ধে প্রশাসন কঠোর হতে হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে শুধু চালক নয়, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমান প্রমূখ।