ভারতের মাঠিতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছে পাকিস্তান। ভিসা জটিলতায় পাকিস্তানি সমর্থক ও সাংবাদিকদের ভারতে যেতে না পারার অভিযোগের পর এবার উঠেছে নতুন অভিযোগ।
বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে পুলিশের বিরুদ্ধে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে নিষেধ করার অভিযোগ তুলেছে এক পাকিস্তান সমর্থক।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা কর্তৃক ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার সময় বাাঁধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছে এক পাকিস্তানি সমর্থক।
বেঙ্গালুরুতে রান উৎসবের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬২ রানে হেরেছে পাকিস্তান। একইসময়ে গ্যালারিতে ঘটে যাওয়া এমন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় চর্চা।
পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার মমিন সাকিব পুরো ঘটনাটি ভিডিও করেছেন। তার ইন্সটাগ্রামে ভিডিওটি আপলোড করা হলে সেখানে দেখা যায়, ‘গ্যালারিতে পাকিস্তানের এক সমর্থককে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলতে না দিয়ে আলোচনায় এক ভারতীয় পুলিশ। এ নিয়ে সেই সমর্থকের সঙ্গে পুলিশ সদস্যের বেশ তর্কও হয়েছে।’
ভিডিওতে আরো দেখা যায়, পাকিস্তানের জার্সি পরা এক সমর্থক পুলিশকে বলেছেন, ‘ভারত মাতা কি জয় বলতে পারলে পাকিস্তান জিন্দাবাদ বলা যাবে না কেন?’ তখন সেই পুলিশ সদস্য বলেন, ‘ভারত মাতা কি জয় ভালো, কিন্তু পাকিস্তান জিন্দাবাদ ভালো না।’ তখন সেই সমর্থক প্রত্যুত্তরে বলেন, ‘কেন নয়? পাকিস্তান থেকে এসেছি, পাকিস্তান খেলছে, তাহলে পাকিস্তান জিন্দাবাদ না বলে কী বলব?’
সাকিব মোমিন লিখেছেন, ‘এটি খুবই আতঙ্ক এবং হতাশার যে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে। খেলার মাঠে আমরা যা দেখি, এটি তার সম্পূর্ণ বিরোধী।’
এছাড়া অন্য আরেকটি ভিডিওতে পাকিস্তানের সমর্থনে লেখা পোস্টার সরিয়ে ফেলতে বলার অভিযোগও করা হয়েছে। ভারতের মাটিতে খেলা হওয়ায় স্বাভাবিকভাবে মাঠে পাকিস্তানের সমর্থক কম ছিল। ভারতীয়দেরও অনেকে পাকিস্তানের সমর্থনে পোস্টার নিয়ে এসেছে। যেখানে তাদের দেখা যায় বাবর আজমদের জন্য তাদের স্লোগান দিতে। তবে আরেক ভিডিওতে দেখা যায় পুলিশ স্টেডিয়ামে থাকা সমর্থকদের কাছ থেকে পোস্টারগুলোও ছিনিয়ে নেয়।
সিলেট ভয়েস/এএইচএম