রাজন দাস-কে পুনর্বহালের দাবিতে ছাত্র ও যুব ইউনিয়নের প্রতিবাদ

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির অধ্যাপক জেরিনা হোসেইন এবং সহযোগী অধ্যাপক স্থপতি রাজন দাসকে বরখাস্তের প্রতিবাদে ও অবিলম্বে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়ন সিলেট।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিকের পরিচালনায় এবং যুব ইউনিয়ন সিলেট জেলার আহ্বায়ক এডভোকেট বিদ্যুৎ কুমার দাশ বাপন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলার অন্যতম নেতা কমরেড নিরঞ্জন দাস খোকন, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেট জেলার আহ্বায়ক এডভোকেট মনির উদ্দীন, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মতিউর রহমান, ছাত্র ইউনিয়ন এমসি কলেজ সংসদের সাবেক সভাপতি বিশ্বপা ভট্টাচার্য, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সহ-সভাপতি পংকজ চক্রবর্তী জয়, কোষাধ্যক্ষ সন্দীপ দাস, এমসি কলেজ শিক্ষার্থী আফসানা রহমান, দক্ষিণ সুরমা উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক মিজু আহমেদ কামরান, দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী মিজবাহ জামিল প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, সম্পূর্ণ নিয়ম নীতির বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজন দাসকে বরখাস্ত করেছে। কারণ রাজন দাস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নানা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক ব্যক্তি ভিসিকে না জানিয়ে কিভাবে এমন সিদ্ধান্ত গ্রহণ হয় তাও প্রশ্ন রাখেন বক্তারা।

বক্তারা আরও বলেন, যে অভিযোগে তার বিরুদ্ধে আনা হয়েছে সে অভিযোগে প্রথম অভিযুক্ত হওয়ার কথা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান। তারপর এ দায়ে অভিযুক্ত হওয়ার কথা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের।

এ সময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে যদি শিক্ষক রাজন দাসকে স্বপদে বহাল করা না হয় তাহলে সিলেটের সকল প্রগতিশীল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।