সুনামগঞ্জের শাল্লায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিনের স্বাক্ষরিত এ কমিটিতে উপজেলার দুর্লভপুর গ্রামের মো. ইব্রাহিম মিয়াকে আহ্বায়ক ও হবিবপুর গ্রামের রন্টু সরকারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
আজ শনিবার (১৪ অক্টোবর) জাসদের আমন্ত্রিত অতিথি অ্যাডভোকেট দিপু রঞ্জন দাসের কার্যালয়ে উপজেলা জাসদের নেতৃবৃন্দের হাতে নবগঠিত কমিটির তালিকা তুলে দেওয়া হয়।
এদিকে সুনামগঞ্জ- ২ আসনে (দিরাই-শাল্লা) ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী দিরাই উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন শাল্লা সদরের ঘুঙ্গিয়ার গাঁও বাজারে লিফলেট ও গণসংযোগ চালিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমেদ, দিরাই উপজেলা জাসদের সভাপতি মো. নজরুল ইসলামসহ শাল্লা উপজেলা জাসদের নবগঠিত কমিঠির নেতৃবৃন্দ।
সিলেট ভয়েস/এএইচএম