গাজার কাছেই তিন লাখ ইসরায়েলি সেনার অবস্থান, অভিযানে প্রস্তুত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে স্থল যুদ্ধ করার জন্য গাজা উপত্যকার কাছে লাখো সেনা জড়ো করছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জোনাথান কনরিকাস জানিয়েছেন এ তথ্য। বর্তমানে গাজার কাছে প্রায় ৩ লাখ সেনা অবস্থান করছেন বলে জানিয়েছেন তিনি।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) বুধবার (১১ অক্টোবর) এক ভিডিও বার্তায় জোনাথান কনরিকাস বলেছেন, ‘আমরা গাজা উপত্যকার কাছে যা করছি, তা হলো আমরা মোতায়েন করেছি- মূলত আমরা গাজা উপত্যকার কাছে পাঠিয়েছি আমাদের কামান বাহিনী, সাঁজোয়া সেনা, আমাদের আর্টিলারি কর্পস এবং রিজার্ভের বিভিন্ন সেনা- সংখ্যায় ৩ লাখ- বিভিন্ন ব্রিগেড এবং ডিভিশনকে।’

তিনি আরও বলেছেন, ‘এটি নিশ্চিত করতে যে এই যুদ্ধের পর হামাসের কোনো সামরিক সক্ষমতা থাকবে না। যেটির মাধ্যমে তারা ইসরায়েলি বেসামরিকদের হুমকি ও হত্যা করতে পারবে।’

এদিকে গাজায় যে যেকোনো সময় ইসরায়েল স্থল অভিযান শুরু করবে সেটির ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্ট।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গাজার কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাদের বলেছেন, ‘আমরা আকাশ থেকে হামলা শুরু করেছি। পরবর্তীতে আমরা স্থল দিয়েও আসব। আমরা দ্বিতীয় দিন থেকে এ অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করছি এবং আমরা আক্রমণাত্মক অবস্থায় আছি। এটির তীব্রতা শুধুমাত্র বৃদ্ধি পাবে।’

তিনি আরও বলেছেন, ‘হামাস একটি পরিবর্তন চেয়েছিল এবং তারা একটি পরিবর্তন পাবেও। গাজায় যা এখন আছে তা শুধু পরবর্তীতে থাকবে না।’

সূত্র : আল জাজিরা