ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় অন্তত ২৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
শনিবার (৭ অক্টোবর) সকাল থেকে চালানো হামলায় তারা প্রাণ হারান বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
এছাড়া হামাসের এই হামলায় নিহত ইসরায়েলিদের মোট সংখ্যা ছাড়িয়েছে ৩০০। এছাড়া অনেক ইসরায়েলি সেনাসদস্যকে আটকও করেছে স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি। রোববার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের নজিরবিহীন হামলায় ইসরায়েলের অন্তত ২৬ সেনা নিহত হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী তাদের ওয়েবসাইটে নিহত সৈন্যদের নাম প্রকাশ করেছে এবং তাদের পরিবারকে জানানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
এর আগে ইসরায়েলিদের তৈরি অবৈধ বসতিগুলো লক্ষ্য করে আকস্মিক ও অতর্কিত হামলা শুরু করে ফিলিস্তিনের গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস। শনিবার সকাল থেকে চালানো এই হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ছাড়িয়েছে ৩০০।
এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকা পরিচালনাকারী গোষ্ঠী হামাসের ভয়াবহ এই হামলায় আহত হয়েছে আরও প্রায় ১৬০০ ইসরায়েলি। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আর তাই মৃতের সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।
সিলেট ভয়েস/এএইচএম