শাল্লায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জের শাল্লায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে উক্ত সম্মেলনের কাজ সম্পন্ন করা হয়।

জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি সেলিনা আবেদীনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইকবাল তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড. দিপু রঞ্জন দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিদ্যা রত্ন রায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন চৌধুরী।

সম্মেলনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। বঙ্গবন্ধু আমাদের আজীবনের লালিত স্বপ্ন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই বাংলা ভাষা।

সাংস্কৃতিক মানেই আনন্দ উল্লেখ করে বক্তারা বলেন, রাজনীতির পাশাপাশি আমাদের সাংস্কৃতিক চর্চা করারও প্রয়োজন রয়েছে। বঙ্গবন্ধু তার যৌবনকে বিলিয়ে দিয়েছেন এদেশের জনগণের জন্য। কোন লুটপাটকারীকে বঙ্গবন্ধু পছন্দ করতেন না। বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের বুকে ধারণ করা খুবই দরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা করে গেছেন আমাদেরকে তা করতে হবে।

এসময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের শাল্লা উপজেলা সভাপতি পদে মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মোছা. আলফিনা আক্তার ও সাধারণ সম্পাদক পদে রুপক সরকারের নাম ঘোষণা করেন।

পরবর্তীতে ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার জন্য তাদের এই নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক মো. আশরাফ, সাংগঠনিক সম্পাদক মো. রানা আহমেদসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।