আবুল হোসেন লিচু হত্যাকাণ্ডের আগের দিন ২১ সেপ্টেম্বর তাকে মারধর ও হত্যার হুমকির ঘটনায় জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর পরদিনই নির্মমভাবে খুন হন আবুল হোসেন লিচু।
এদিকে আবুল হোসেনের খুনিদের গ্রেপ্তারের দাবীতে রবিবার সকালে স্থানীয় হাড়িকান্দি এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারসহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
বক্তারা বলেন, ঘটনার আগের দিন থানায় লিখিত দিলেও পুলিশ কোন প্রদক্ষেপ নেয়নি। ঘটনার ২দিন পেরিয়ে গেলেও ঘটনায় জড়িত মুল হোতাদের আটক করতে পারেনি পুলিশ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুরের সভাপতিত্বে ও ছাত্রনেতা আব্দুল মালিকের পরিচালনায় বক্তব্য রাখেন, রহমত আলী হেলাল, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বুদুর, সাবেক ইউপি সদস্য কফিলুজ্জামান কফিল, কামিল আহমদ তাপাদার, ছাত্রলীগ নেতা মামুনুর রশীদ, লুৎফুর রহমান, ছালিক আহমদ, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, সেলিম আহমদ চৌধুরী, হাফিজ মিজানুর রহমান, নিহত আবুল হোসেনের বোন হেনা বেগম ও খালাতো ভাই ছাদিকুর রহমান প্রমুখ।
মানববন্ধন চলাকালে জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ ও সংশ্লিষ্ট বিট অফিসার এসআই মো. জসিম উদ্দিন উপস্থিত হয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করণের প্রতিশ্রুতি দেন।
আবুল হোসেনের দেয়া অভিযোগ প্রসঙ্গে ওসি জাবেদ মাসুদ আবুল হোসেনের লিখিত দেয়ার কথা স্বীকার কারে বলেন, লিখিত অভিযোগটি ঐদিনের ডিউটি অফিসার আমাকে দেননি।