জামালগঞ্জে বিষপানে ৩ শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক

সুনামগঞ্জের জামালগঞ্জে পারিবারিক কলহের জেরে তিন সন্তানসহ এক নারী ভাতের সাথে ইদুর মারার বিষপান করেছেন। বিষক্রিয়ায় তার তিন সন্তান নিহত হয়েছেন।

এদিকে আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার ( ২৪ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হল, মেয়ে সাফিয়া (১৬), ছেলে তামজিদ (১৫), শাহেদ( ৫)। শিশু ৩ জন জামালগঞ্জের শান্তিপুর গ্রামের জাহাঙ্গীর-যমুনা দম্পতির সন্তান। শিশুদের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.শফিকুল ইসলাম।

জানা যায়, জামালগঞ্জ উপজেলার সেলিমগঞ্জের শান্তিপুর গ্রামের বাসিন্দা যমুনার (৩৫)’র সাথে স্বামী জাহাঙ্গীরের দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ চলছিল। স্বামী ঠিক মত কাজ করত না। যার ফলে পরিবারে অভাব নিত্যদিন লেগেই থাকত। এনিয়ে গতকাল রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে সকালে ভাতের সাথে ইদুর মারার বিষপান করিয়ে নিজেও নিজেও বিষপান করেন। খাওয়ার পরই শুরু হয় বিষক্রিয়া। শিশুদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। এসে দেখতে পায় সবাই মাটিতে গড়াগড়ি খেয়ে চিৎকার করছে।

পরে তাদের দ্রুত উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

যমুনার স্বামী জাহাঙ্গীরের ফুফাত ভাই মিজানুর রহমান বলেন, আমরা কিছু দিন ধরেই শুনছি তাদের পারিবারিক কলহ চলছে৷ কিন্তু আজ সকালে শুনেছি যমুনাসহ তার ছেলে মেয়েরা ভাতের সাথে বিষ খেয়েছে। আমার মনে হচ্ছে পারিবারিক অভাব অনটনের কারণেই এ ঘটনা ঘটতে পারে। আমরা তাদেরকে বাঁচানোর জন্য দ্রুত হাসপাতালে নিয়ে আসি। কিন্তু একটি শিশুকেও বাঁচানো সম্ভব হয়নি। মা বাঁচবে কিনা তা এখনই বুঝা যাচ্ছে না। জাহাঙ্গীর কই আছে তা বলতে পারছি না।

সিলেট ভয়েস/এএইচএম