মাধবপুরে মসজিদ উন্নয়নের নামে টাকা তুলে চেয়ারম্যানের পকেটে!

হবিগঞ্জের মাধবপুরে মসজিদ উন্নয়নের প্রকল্প দেখিয়ে টাকা তুলে নিয়ে গেছেন একজন জনপ্রতিনিধি। এই ঘটনায় স্থানীয় লোকজনজ চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলে চেয়ারম্যান বলেন, নির্বাচনের আগে তিনি এই মসজিদ উন্নয়নের জন্য যে টাইলস দিয়েছিলেন। এখন সরকারিভাবে টাকা তুলে তিনি নিয়েছেন।

এই ঘটনায় মসজিদ কমিটির একজন জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নতুন একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে ওই এলাকার লোকজন চেয়ারম্যান প্রার্থী পারভেজ হোসেন চৌধুরীর নিকট গিয়ে মসজিদ উন্নয়নের জন্য কিছু অনুদান প্রদানের দাবি করলে চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী মসজিদটি টাইলস লাগিয়ে সুন্দর করে দেন।

পারভেজ হোসেন চৌধুরী নির্বাচনে জয় লাভ করে চেয়ারম্যান হয়ে নোয়াগাঁও মসজিদ উন্নয়ন নাম দিয়ে মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে একটি প্রকল্প জমা দেন। প্রকল্প জমা দিলে মসজিদ উন্নয়ন কাজের জন্য সরকারি ফান্ড থেকে ১ লাখ ১৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান মসজিদ কমিটির সভাপতি অলি মিয়াকে বুজিয়ে তার স্বাক্ষর নিয়ে পুরো টাকা উত্তোলন করে নিজের ফান্ডে নিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাটি নোয়াগাঁও গ্রামে ছড়িয়ে পড়লে মসজিদ কমিটি ও স্থানীয় লোকজনদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরবর্তীতে গ্রামের কিছু লোক ও মসজিদ কমিটির লোকজন চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীর নিকট এর কারণে জানতে চাইলে তিনি জানান, নির্বাচনের আগে তিনি মসজিদ উন্নয়নের জন্য নিজের ব্যক্তিগত ফান্ড থেকে খরচ করেছেন। পরে সরকারিভাবে কিছু বরাদ্দ আসলে তিনি সেটা তুলেছেন।

এই ব্যাপারে নোয়াগাঁও গ্রামের ফরাশ উদ্দিন বাবু নামে এক ব্যক্তি জানান, নির্বাচনের আগে চেয়ারম্যান মসজিদ নির্মাণের জন্য কিছু টাকা দান করেন। পড়ে সরকারিভাবে মসজিদ উন্নয়ন কাজের জন্য বরাদ্দ আসলে চেয়ারম্যান সভাপতি অলি মিয়াকে বুজিয়ে তার স্বাক্ষর নিয়ে টাকা উত্তোলন করেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আপন জানান, ইউনিয়ন নির্বাচনের আগে চেয়ারম্যান প্রার্থী পারভেজ হোসেন চৌধুরীর নিকট মসজিদে কাজ করার জন্য কিছু সহযোগীতা চাইলে চেয়ারম্যান কিছু টাকা দান করেন। পরবর্তীতে সরকারিভাবে ১ লাখ ১৭ হাজার টাকা বরাদ্দ আসলে চেয়ারম্যান টাকা তুলে নিয়ে যান। তিনি এই বিষয়টি পরে শুনেছেন। টাকা উত্তোলনে তার কোন স্বাক্ষরও নেওয়া হয়নি।

এ ব্যাপারে শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, টাকা উত্তোলন করেছে মসজিদ কমিটি। তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেগুলো সত্য নয়। তিনি মসজিদ নির্মাণে নিজ তহবিল থেকে টাকা দিয়েছেন।

মাধবপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মসজিদ কমিটির বাইরে সরকারি বরাদ্দের টাকা দেওয়ার কোন সিস্টেম নেই। মসজিদ কমিটির মাধ্যমেই টাকা দেওয়া হয়েছে। তবে যেহেতু অভিযোগ এসেছে বিষয়টি তদন্ত করে দেখা হবে।