গোলাপগঞ্জের হাজী জছির আলী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি

শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে গোলাপগঞ্জে হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের একটি হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ময়নুল ইসলাম শামীম।

লিখিত বক্তব্যে ময়নুল ইসলাম শামীম বলেন, হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলাপগঞ্জের মধ্যে একটি অন্যতম বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান। দেশ-বিদেশে এবিদ্যালয়ের সুনাম রয়েছে। এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে হাজারো শিক্ষার্থী দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। আগামী বছর শতবর্ষে পা রাখবে বিদ্যালয়টি।

তিনি আরও বলেন, শতবর্ষ উপলক্ষ্যে দুইদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করার কথা রয়েছে, যা আগামী ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সফলের লক্ষ্যে প্রতিষ্ঠানের প্রাক্তন সকল শিক্ষার্থীদের শারিরীক ও আর্থিক সহযোগিতার অনুরোধ জানানো হয়। অনুষ্ঠানে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ লক্ষ টাকা। এছাড়া প্রাক্তন সকল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করার জন্য আহবান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজ উদ্দিন, সাবেক শিক্ষার্থী রতন মনি চন্দ্র, সুহেদুর রহমান সুহেদ, মাহবুবুর রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম বাবুল সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।