নেতা নয়, সেবক হতে চাই : ডা. দুলাল

সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন- ‘নেতা নয়, আমি আপনাদের সেবক হয়ে আজীবন কাজ করতে চাই।’

তিনি বলেন, বাংলার সফল প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী নেতৃত্বে এদেশ উন্নয়নের মহাসড়কে হাটছে। তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার সবটুকুই জননেত্রী শেখ হাসিনার অবদান। দেশের সকল মানুষের ভাগ্যোন্নয়নে তার সু-দক্ষ নেতৃত্ব বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময়কালে ডা. দুলাল এসব কথা বলেন।

এসময় ডা. দুলাল বলেন, ‘আপনারা সকলেই অবগত আমি আগামী সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমার দল যদি আমাকে মনোনয়ন প্রদান করে তাহলে আমি মাননীয় নেত্রীকে এ আসনটির বিজয় উপহার দেবো।’

এসময় বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নীলু ভূষণ দে, হুমায়ুন রশীদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, দপ্তর সম্পাদক মো. আব্দুশ শহীদ দুলাল, সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক, দেশ মেডিকেয়ারের চেয়ারম্যান ম আ মুহিত, ব্যবস্থাপনা পরিচালক আলী আমজাদ ভূইয়া, যুবলীগ নেতা রাসেল আহমদ চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।