সুনামগঞ্জের মধ্যনগরে আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের উন্নয়ন প্রচারণা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় মধ্যনগর বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।
জনসভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এহসান আলী তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন।
প্রধান অতিথির বক্তব্যে মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘আপনারাই আমাকে রতন থেকে এমপি রতন বানিয়েছেন। আগামীতে আমাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আসুন ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। একবার যদি বিবেক দিয়ে চিন্তা করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হাওর এলাকায় বেরিবাধ থেকে শুরু করে ব্রীজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা এবং হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকসহ অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু এসব উন্নয়ন কার্যক্রম জামাত বিএনপিসহ আওয়ামী লীগের কিছু কিছু নেতাদের চোখে পড়েনা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মাধ্যমে তাদের এসব বুঝাতে হবে।’
সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব আলম ফারুকীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম শামীম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ মধ্যনগর ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু প্রমুখ।