জগন্নাথপুরে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৬ আগস্ট) সকাল নয়টায় জগন্নাথপুর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় জিউড় মন্দিরে আলোচনা সভা, র‌্যালি ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুরুতে একটি র‌্যালি জগন্নাথপুর কেন্দ্রীয় জগন্নাথ মন্দির থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড, কালী মন্দির ও বাসুদের মন্দির প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়।

পরে কৃষ্ণ জন্মাষ্টমীর উদযাপন পরিষদের সভাপতি হিরা লাল দে ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাসের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মধু সদন ধর, সার্বজনীন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি খোকন সূত্রধর, আওয়ামী লীগ নেতা জয়দীপ সূত্রধর বীরেন্দ, সুজিত রায়, পুজা উদযাপন পরিষদের সভাপতি সতীশ গোস্বামী। কাউন্সিলর কৃষ্ণচন্দ্র, প্রথম আলো প্রতিনিধি অমিত দেব, বাংলা টিভি প্রতিনিধি গোবিন্দ দেব।

অতিথিরা বলেন, ‘আমাদের ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলতে হবে। আমাদের মত প্রকাশের যেমন স্বাধীনতা আছে তেমনি অবাধ স্বাধীনতা অন্যের কষ্টের কারণ যেন না হয় সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। সুন্দর সমাজ গঠনে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলতে হবে।’

সিলেট ভয়েস/এএইচএম