শাল্লায় পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির র‌্যালি

পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ ও র‌্যালি করেছে সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। রবিবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ র‌্যালির আয়োজন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর নেতৃত্বে শাল্লা উপজেলা বিএনপি কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিটি বের হয়। র‌্যালিটি উপজেলা নির্বাচন অফিসের সামনে এসে পুলিশের বাঁধায় সম্মুখীন হয়।

সেই বাধা উপেক্ষা করে শাল্লা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচী শেষ হয়। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আওয়ালের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, সহ-সভাপতি আলী আমজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দর রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান গোলাপ মিয়া, ১নং আটগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াহিয়া মিয়া, দিরাই উপজেলা যুবদলের সভাপতি মঈনউদ্দীন চৌধুরী মাসুক, শাল্লা উপজেলা যুবদলের আহ্বায়ক গোপাল চন্দ্র দাশ, যুবদলের সাবেক সভাপতি হাবুল মিয়া যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশু, আমির হোসাইন, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল মিয়া, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুবেদ আলম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়ান মিয়া, রোমান মিয়া, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাব্বুল হোসাইন, যুবদল নেতা মারুফ হোসাইন ডালিম, আটগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জিয়াউর রহমান, সাবেক যুবদলের সদস্য মোঃ রফিকুল ইসলাম, নবীন দলের সভাপতি এসএম শাকিল, যুবদল নেতা আনোয়ার হোসেন, টিপু সুলতান, শাহীন মিয়া প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দীন চৌধুরী বলেন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে আমাদের প্রোগ্রামে পুলিশ বাধা দেয়নি। কিন্তু আমাদের শাল্লার প্রোগ্রামে পুলিশ বাঁধা দেবে কেন? নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, এই সরকারের পায়ের নিচে মাটি নেই। আপনারা বাড়িতে গিয়ে প্রস্তুতি নেন। এবারের নির্বাচন হবে শক্ত নির্বাচন।