মাধবপুরে ‍পারিবারিক বিরোধে ১০ দিন গৃহবন্দি একটি পরিবার

হবিগঞ্জের মাধবপুরে একটি পারিবারিক বিরোধের জেরে একটি পারিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১০ দিন যাবত ওই পরিবারের লোকজন গৃহবন্দির মত জীবন যাপন করছে।

এই ঘটনায় বৃহস্পতিবার (৩১ আগষ্ট) মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকতার নিকট একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মোঃ রায়হান চৌধুরী।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার চৌধুরীর ছেলে মোঃ রায়হান চৌধুরীকে তার বাড়ি থেকে বের হয়ে গ্রামের প্রধান রাস্তায় যাবার পথ বন্ধ করে দিয়েছে তার সৎ ভাই মৃত আমরু মিয়া চৌধুরীর স্ত্রী লুফতা বেগম ও তার লোকজন। বাড়ি থেকে বের হয়ে গ্রামের রাস্তায় যাবার মুখে বাঁশ ও ইটের সুরকি দিয়ে চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে। এতে করে অন্য লোকের বাড়ি দিয়ে চলাফেরা করতে হচেছ রায়হান চৌধুরী ও তার পরিবারের লোকজনকে।

প্রায় ১০ দিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে রায়হান চৌধুরীর পরিবারকে। এই ঘটনার আগেও তার সৎ ভাইয়ের স্ত্রী গ্রামের কিছু লোকজনদের পরামর্শে তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিলে ৪ নং আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান মীর খুর্শিদ আলম উভয় পক্ষ নিয়ে বিরোধ মিমাংসা করে দেন এবং চলাচলের রাস্তা করে দেন।

আমরু মিয়ার স্ত্রী লুফতা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রায়হান চৌধুরী উত্তর দিকে তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন সেজন্য তিনি তার জায়গায় বেড়া দিয়েছেন।

মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মনজুর আহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।