শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয় : হাফিজ মজুমদার

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার বলেছেন, দুনিয়াতে শিক্ষা ছাড়া কোন জাতির অগ্রগতি ও উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষার সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজ সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বলসহ আমাদেরকে সবদিক থেকে এগিয়ে যেতে হলে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগ করতে হবে। কানাইঘাট-জকিগঞ্জের শিক্ষার বিস্তার এবং মেধাবী শিক্ষার্থীদের আগামী দিনের দেশ ও জাতির সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কানাইঘাট দুর্গাপুর স্কুল এন্ড কলেজে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট দ্বারা পরিচালিত হাফজা মজুমদার প্রতিভা নিবাসের উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন।

দুর্গাপুর স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোবাশ্বির আলীর সভাপতিত্বে ও হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সহকারি সচিব শুভ্র কান্তি দাসের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হাফিজ মজুমদার ট্রাস্ট একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ড. কবির এইচ চৌধুরী বলেন, সিলেটে আধুনিক তথ্য প্রযুক্তি, বিজ্ঞানভিত্তিক জ্ঞান নির্ভর শিক্ষার প্রসারে সাংসদ হাফিজ আহমদ মজুমদারের অগ্রণী ভূমিকা রয়েছে। দেশসেরা অসংখ্য শিক্ষা-প্রতিষ্ঠান এবং সংগঠন গড়ে তুলে হাফিজ আহমদ মজুমদার দীর্ঘদিন থেকে শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছেন। হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট ও হাফজা মজুমদার প্রতিভা নিবাসের মাধ্যমে হাজার হাজার মেধাবী শিক্ষার্থীদের স্কলার্সশীপ প্রদান, শিক্ষা উপ-করন বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে সাংসদ মজুমদারের যে অবদান রয়েছে জাতি সব-সময় তা স্মরণ রাখবে।

তিনি শিক্ষা ক্ষেত্রে তার গৌরবউজ্জ্বল অবদানের জন্য রাষ্ট্রীয়ভাবে পুরষ্কৃত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসরকারি সামাজিক সংগঠন ন্যাশনাল কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ড. উবায়দুর রব, হাফিজ মজুমদার ট্রাস্টের সচিব ও জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা পরিষদ সদস্য মস্তাক আহমদ পলাশ, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) নাজিম উদ্দিন মজুমদার, ট্রাস্টের সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. কুতুব উদ্দিন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি মাস্টার মামুন আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, দুর্গাপুর স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সদস্য জাকারিয়া আলম জামিল, দুর্গাপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুন আহমদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, এম.এম গালিব, মাহবুবুর রহমান মাহদী, মাজহার বিন মালিক প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের আঙ্গিনায় গাছের চারা রোপন করেন সাংসদ হাফিজ আহমদ মজুমদার।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২২ সারের ২৬ ফেব্রুয়ারি দুর্গাপুর স্কুল এন্ড কলেজে হাফছা মজুমদার প্রতিভা নিবাসের যাত্রা শুরু হয়। বর্তমানে ২২ জন শিক্ষার্থী সেখানে অধ্যয়নরত রয়েছে। গ্রামীণ অঞ্চলে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ আবাসিক ব্যবস্থাপনায় যাত্রা শুরু করে হাফছা মজুমদার প্রতিভা নিবাস। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশের যোগ্য উত্তরসূরী হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও কম্পিউটারের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

প্রাতিষ্ঠানিক ক্লাসের পাশাপাশি শিক্ষার্থীর মেধার বিকাশ ও মেধার চর্চাকে সমুন্নত রাখার চেষ্টায় যুগোপযোগী শিক্ষার প্রতি মর্যাদা দিয়ে সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করে শিক্ষার্থীদের যাবতীয় খরচ বহন করে যাচ্ছে হাফছা মজুমদার প্রতিভা নিবাস।